প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সময় ৩০ হাজার কোটি টাকার ভর্তূকি
প্রদান করে সার কৃষকের দোড় গোড়ায় পৌছে দেয়া হয়েছে
——মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রী

নাজিরপুর(পিরোজপুর)সংবাদদাতা

মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ.ম রেজাউল করিম বলেছেন, একমাত্র বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময় করোনাকালিন ৩০ হাজার টাকার ভর্তূকি প্রদান করে কৃষক ভাইদের দোড় গোড়ায় সার পৌছে দেয়া হয়েছে। শেখ হাসিনা বিশ^াস করেন কৃষি নির্ভর বাংলাদেশকে বাচাতে হলে কৃষককে বাচাতে হবে, আর কৃষককে বাচাতে হলে সকল ধরনের কৃষি উপকরনাদি তাদের কাছে পৌছাতে হবে। যেখানে একটি কৃষি উপকরনের মূল্য যা ছিল সেখানে ১০ গুন মূল্য ভর্তূকি দিয়ে একেবারে সর্ব মূল্য দিয়ে কৃষকের কাছে পৌছে দিয়েছেন।

মন্ত্রী বুধবার সকালে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা কৃষি সম্প্রসারন ও উপজেলা প্রশাসনের যৌথ সহযোগিতায় কৃষি বিভাগের হল রুমে ২০২১-২০২২ অর্থবছরে খরিপ-১ মৌসুমে কৃষি প্রনোদনা কর্মসূচী এবং বোরো মৌসুমে উন্নয়ন সহায়তায় বীজ, রাসায়নিক সার এবং কৃষি যন্ত্রপাতি বিতরন অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ, উপজেলা কৃষি কর্মকর্তা দিগবিজয হাজরা, ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান চৌধুরী নানু, জেলা পরিষদের সদস্য সুলতান মাহমুদ খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু,নাজিরপুর প্রেসক্লাব সভাপতি সিদ্দিকুর রহমান তুহিন ,মহিলা ভাইস চেয়ারম্যান শাহারিয়ায় ফেরদাউস রুনা উপস্থিত ছিলেন। পরে উপকারভোগী কৃষকদের মাঝে কম্বাইন্ড হারভেস্টার মেশিন ৪টি, বেড প্লান্টার মেশিন ৩টি, রিপার মেশিন ৩টি ও পাওয়ার থ্রেসার মেশিন ৬টি বিতরন করা হয়।