বিশেষ সংবাদদাতা
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এ্যাড. শ ম রেজাউল করিম এমপি বলেছেন, আমাদের সভাপতি ও সম্পাদক দুইজন ই একটি দাবি করছেন আপনাদের কাছে। সামনে স্বাধীনতা বিরোধী সৈরাচার সামরিক শাসকদের সৃষ্টিকরা বিএনপি- জামায়াত নতুন করে ছোবল দিতে চাচ্ছে। তাদের মোকাবেলা করতে ছাত্রলীগকে একটি শক্তিশালি সংগঠনে পরিনত করার জন্য আপনাদের কাছে আহব্বান জানিয়েছে। আমারও আহ্ব্বান বাংলাদেশ আজ উন্নয়নে রোল মডেল বাংলাদেশ আজ বিশ্বের বিস্ময় এবং বাংঙ্গালী জাতির ইতিহাসে জাকিছু গৌরবময় অর্জন, সব অর্জনের নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। সেই ভাষা আন্দোলন, ৬২ টির শিক্ষা কমিশন আন্দোলন, ৬৬ টির ছয়দফা, ৬৯ রে গণঅভ্যুত্থন, ৭০ রে নির্বাচন, ৭১ রে মুক্তিযুদ্ধসহ সব আন্দোলনের মূল দায়িত্ব পালন করেছে সাহস ভুমিকা পালন করেছে বাংলাদেশ ছাত্রলীগ। সেই ছাত্রলীগের এমন একটি কমিটি হোক যে কমিটি আগামী দিনে নাজিরপুরে যে কোন সৈরাচার ও স্বাধীনতা বিরোধী শক্তিকে মোকাবেলা করে ছাত্র সমাজকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করে বঙ্গবন্ধুর সপ্নের বাংলাদেশ নির্মানে তার সুযোগ্য কন্যা শেখ হাছিনাকে সহোযোদ্ধা হিসাবে সাহসী হিসাবে সাহায্য করতে পারে। বুধবার (২১ ডিসেম্বর) বিকালে উপজেলা ছাত্রলীগের সম্মেলন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। উপজেলার স্বাধীনতা মঞ্চে উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো. তরিকুল ইসলাম চৌধুরী তাপসের সভাপতিত্বে ও যুগ্ম আহŸায়ক মো. আল আমিন শেখের পরিচালনায় অনুষ্ঠিত ওই সম্মেলনের উদ্বোধন করেন জেলা ছাত্রলীগের সভাপতি মো. অনিরুজ্জামান অনিক। বক্তব্য রাখেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক এম সাইফুল ইসলাম সাইফ, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ইফতেখার মাহমুদ সজল প্রমুখ। সম্মেলন শেষে তরিকুল ইসলাম চৌধুরী তাপসকে সভাপতি এবং শেখ আল-আমিনকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষনা করা হয়।
Warning: Undefined variable $aria_req in /home/u141868158/domains/ekusherkantha.com/public_html/wp-content/themes/pitwnp/comments.php on line 67
Warning: Undefined variable $aria_req in /home/u141868158/domains/ekusherkantha.com/public_html/wp-content/themes/pitwnp/comments.php on line 72
Notice: Only variables should be assigned by reference in /home/u141868158/domains/ekusherkantha.com/public_html/wp-content/themes/pitwnp/functions.php on line 285