নাজিরপুর(পিরোজপুর)প্রতিনিধি;
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার দীর্ঘ ১যুগের অবহেলিত শ্রীরামকাঠীর-চৌঠাই মহলের রাস্তার নাম শুনলেও মানুষের গা শিউরে উঠতো , সড়ক যোগাযোগ অনেকটা বিচ্ছিন্ন ছিল। সবকিছুর অবসান ঘটিয়ে ৫ মাসে সড়কটির উন্নয়ন কাজ সম্পন্ন হওয়ায়, নাজিরপুর, পিরোজপুর,শ্বরুপকাঠির উন্নয়নের রুপকার, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি কে অভিনন্দন ও সুভেচ্ছা জানান , স্থানীয় আ,লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ওশ্রীরামকাঠি্ বাসি।


উপজেলার একমাত্র নদী বন্দর শ্রীরামকাঠি বাজার থেকে চৌঠাই মহল সড়কটি ০৪ কিলোমিটার। জেলার বিভিন্ন এলাকা থেকে পাইকারী ও খুচরা ব্যবসায়ীরা, নিত্য প্রয়োজনীয় মালামাল ক্রয় –বিক্রয় করে, গাড়ি ও ভ্যানে নিয়ে ১ যুগের অবহেলিত সড়ক দিয়ে জীবনের যুকিঁ নিয়ে চলাচল করেছে।

স্থানীয় সূত্রে: জানাযায়, সড়কটি এক সময় যানবাহন চলাচল করতে অন-উপযুগি হয়ে পড়ায় বন্দর সহ ,স্থানীয় জনসাধারন অতিষ্ঠ হয়ে পড়ে। নাজিরপুর প্রেসক্লাবের সভাপতি সিদ্দিকুর রহমান তুহিন জানান, নভেম্বর মাসে কাজ সুরু হয়(১৮ এপ্রিল) ২০২১ সড়কের উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে ,১ যুগের অবহেলিত সড়কটির উন্নয়ন কাজ সম্পন্ন হওয়ায় দীর্ঘদিনের স্বপ্ন পূরন হওয়ায় ।, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীকে ,শ্রীরামকাঠি বাসির পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানান ।
সবকিছুর অবসান ঘটিয়ে ৫ মাসে সড়কটির উন্নয়ন কাজ সম্পন্ন করেছে, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপিকে,
আন্তরিক অভিনন্দন ও সুভেচ্ছা জানান, প্রেসক্লাবের সভাপতি সিদ্দিকুর রহমান তুহিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান,শ্রীরামকাঠি ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হান্নান মৃধা, বাজার বন্দর বনিক সমিতি ও স্থানীয় জনসাধারণ। যুবলীগের সভাপতি খোকন কাজী বলেন,আওয়ামীলীগের আমলে দীর্ঘ ১ যুগের অবহেলিত শ্রীরামকাঠি-চৌঠাইমহল সড়কটির কাজ সম্পন্ন হওয়ায়,শ্রীরামকাঠি বাসির স্বপ্ন যাত্রা পূরন হয়েছে দীর্ঘদিনের চাওয়া পাওয়া ছিল। স্থানীয় ১শত জন ভ্যান চালক, মাননীয় মন্ত্রীর জন্য দীর্ঘ হায়াত ও সুস্বাস্থ্য কামনা করে তার জন্য দোয়া করেন।