বিশেষ সংবাদদাতা
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মান ও মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মিশন ও ভিশন বাস্তবায়নে সকলের সাথে সমন্বয়করে এগিয়ে নিয়ে যেতে নেতা-কর্মীদের উদ্দেশে সাংগঠনিক নির্দেশনা দিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক। পিরোজপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে গরীব ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কালে ভার্চুয়ালী যুক্ত হয়ে কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখওয়ালী আসিফইনান দুই নেতা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ‘স্মার্ট বাংলাদেশের’আদলে ‘স্মার্ট ছাত্রলীগ’গড়তে জেলা ছাত্রলীগ কে নির্দেশনা দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে শহরের বঙ্গবন্ধু চত্ত¡ওে সদর উপজেলার সামনে থেকে গরীব ও অসহায় মানুষের মাঝে জেলা ছাত্রলীগের সভাপতি অনিকুজ্জামান অনিক ও সাধারণ সম্পাদক ইতেখার মাহমুদ সজলের নেতৃত্বে খাদ্য সামগ্রী বিভিন্ন সবজি বিতরণ করেন। ব্যক্তিগত জমিতেলাউ, শিম, লালশাক, সাদাশাক, কলমিশাক, মুলা, আলু, ঝিঙ্গা, বেগুনসহ ৮ প্রকারের উৎপাদিত একটি অংশ প্রদান করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলাযুব লীগ সভাপতি আক্তারুজ্জামান ফুলু ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস.এম বায়েজিদ হোসেন। এসম উপস্থিত ছিলেন, আওয়ামী মৎস্যজীবী লীগে আহবায়ক সিকদার চাঁন,জেলা যুবলীগের সহ-সভাপতি জাহিদুল ইসলাম পিরু, জেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জিয়াউল আহসান জিয়া, গোপাল বসু,শেখ হাসান মামুন, ছাত্রলীগ নেতা সাইফুল আলম খান রাসেল, শিবলী রহমান শুভ, সুপান্ত হালদার, রাব্বিই সলাম অপ ুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা এসময় বাংলাদেশের স্বাধিকার আন্দোলন থেকে শুরুকওে বর্তমানের উন্নয়নশীল বাংলাদেশ গঠনে ছাত্রলীগেরভূমিকার কথাতুলে ধরেণ।
Warning: Undefined variable $aria_req in /home/u141868158/domains/ekusherkantha.com/public_html/wp-content/themes/pitwnp/comments.php on line 67
Warning: Undefined variable $aria_req in /home/u141868158/domains/ekusherkantha.com/public_html/wp-content/themes/pitwnp/comments.php on line 72
Notice: Only variables should be assigned by reference in /home/u141868158/domains/ekusherkantha.com/public_html/wp-content/themes/pitwnp/functions.php on line 285