বগুড়া থেকে

বগুড়া ধুনট উপজেলা গোসাইবাড়ী ইউনিয়নে শিমুলবাড়ী বাঁধ অনেক সুন্দর মনোরম পরিবেশে জায়গায়। সেখানে সবসময় দূর দূরান্তে থেকে মানুষ আসতো এবং সুন্দর দৃশ্য উপভোগ করতো। করোনা মাঝামাঝি সময়ে অনেক মানুষ কে সেখানে দেখা গেছে। বর্তমান সময়ে শিমুলবাড়ীতে ভ্রমনকারী সংখ্যা আগের চেয়ে অনেকটা কম দেখা যাচ্ছে।

কারণ জানতে চাইলে ভ্রমনকারী লিমন আমাদের জানান,এখন আবহাওয়া পরিবর্তন হচ্ছে আর মানুষ কাজে ব্যস্ত ঘোরাঘুরি সময় কম পাচ্ছে।

রাসেল বলেন, মানুষ ভ্রমন করতে পছন্দ করে। এখন আবহাওয়া পরিবর্তন হচ্ছে তাই কম আসছে। আশা করি কিছু দিন পড়ে আবার মানুষের চলাচল বৃদ্ধি পাবে।

সুন্দর একটি জায়গায় এই শিমুলবাড়ী বাঁধে।যেখানে মানুষ এসে অনেক আনন্দ পায়। এখন নদীর পানি কমতিতে নদীর রুপ অনেক পরিবর্তন হয়েছে।