বিশেষ সংবাদদাতা :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়ার প্রচার-প্রচারণা উৎসব মুখর। পিরোজপুর-১ আসনের আওয়ামীলীগের নৌকা মার্কার প্রার্থী হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম তার নির্র্বাচনি এলাকায় আওয়ামীলীগ ওসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সকল শ্রেনীর মানুষ নিয়ে প্রচার-প্রচারণার সময় জনস্রোত ।
গতকাল মঙ্গলবার পিরোজপুর জেলার নাজিরপুরের কলারদোয়ানিয়া ইউনিয়নের বৈঠাকাটা বাজার-দেউলবাড়ী দোবড়া ইউনিয়নের গাওখালী বাজার সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছে প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম । এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল লতিব শেখ,উপজেলা যুবলীগের সহ-সভাপতি ফারুক হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আল আমিন খান,কলারদোয়ানিয়া ইউপি চেয়ারম্যান মোঃ হাসনাত, ইউনিয়ন আ.মীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ স্থানীয় সকল শ্রেনীর মানুষ। উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, শেখ হাসিনার মার্কা নৌকা স্বাধীনতার মার্কা নৌকা,বঙ্গবন্ধুর মার্কা নৌকা জনসাধরনের মার্কা। শেখ হাসিনার সিদ্ধান্তের উপর আমি একমত । তিনি আরো বলেন, শান্তির পক্ষে উন্নয়নের পক্ষে আপনারা নৌকায় ভোটদিবেন,উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার কোন বিকল্প নাই। তৃনমূলের ভোটারা মনে করেন ,আমার আমলে বঙ্গবন্ধু বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এনেছি,স্কুল,কলেজ,মসজিদ- মাদ্রাসা, মন্দির, রাস্তা-ঘাট,ব্রিজ, নদী পারাপারের জন্য ফেরী এবং নতুন ভবন সহ ৫০ বছরে যে উন্নয়ন হয়নি তা ৫ বছরে সম্ভব হয়েছে শেখ হাসিনার আমলে । স্থানীয় ভোটারদের একটাই কথা উন্নয়নের স্বার্থে এলাকার স্বার্থে আমরা দলমত নির্বিশেষে নৌকার পক্ষে থাকব।
Warning: Undefined variable $aria_req in /home/u141868158/domains/ekusherkantha.com/public_html/wp-content/themes/pitwnp/comments.php on line 67
Warning: Undefined variable $aria_req in /home/u141868158/domains/ekusherkantha.com/public_html/wp-content/themes/pitwnp/comments.php on line 72
Notice: Only variables should be assigned by reference in /home/u141868158/domains/ekusherkantha.com/public_html/wp-content/themes/pitwnp/functions.php on line 285