বিশেষ সংবাদদাতা :

রাষ্ট্রীয় সম্পদ ও দেশের নিরীহ মানুষের প্রাণহানী করে জামায়ত – বিএনপি জোট দেশের ক্ষমতায় যেতে চায়। তাই তারাএকের পর এক অগ্নি সংযোগ ও মানুষ হত্যা করছে। তারা দেশের নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে। এভাবে কেহ কখনো ক্ষমতায় যেতে পারে না। তাই বিএনপির হরতাল ও অবরোধের নামে সকলপ্রকার অগ্নি সংযোগ ও নৈরাজ্য প্রতিহত করতে দলীয় সকল নেতা-কর্মীকে ঐক্য বদ্ধ থাকতে হবে। আর যদি কেউ কোথাও অগ্নি সংযোগ করে তাকে ধরে ওই আগুন দিয়েই তার হাত পুড়িয়ে দিবেন’।

আ’লীগ সরকারের উন্নয়ন ও আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা পক্ষে প্রচারনার প্রস্তুতি হিসাবে বৃহস্পতিবার (০৯ নভেম্বর) উপজেলা সদরের বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতকর্মী সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্যকালে তিনি এ কথাবলেন। এ সময় তিনি আরো বলেন, ‘ কেউ আওয়ামীলীগ করে নৌকার বিরুদ্ধে কাজ করবেন তাঠিক না। নৌকা ফুটা করবেন এরা কোন আওয়ামী লীগ না, তার মীরজাফর বা খন্দকার মোস্তাক । যিনিই নৌকা নিয়ে আসবেন আমি তার পক্ষেই কাজ করবো । তাতে আমার কোন আপত্তি থাকবেনা। কেন না, নৌকা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতীক,স্বাধীন তার প্রতীক। তাই আমাদের নেতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যা কে মনোনয়ন দিবেন তার পক্ষেই সবাই কাজ করবেন । তাই নির্বাচনের দিন সবাই ভোট দিতে ভোট কেন্দ্রে যাবেন’। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল লতিফের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক নির্জন কান্তি বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মো. মোস্তাফিজুর রহমান রঞ্জু, জেলা পরিষদ সদস্য মো.সুলতান মাহমুদ খান, উপজেলা কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম বাবুল, শেখ মাটিয়া ইউপি চেয়ারম্যান মো. আতিয়ার রহমান চৌধুরী নান্নু, উপজেলা যুব লীগের সভাপতি এম খোকন কাজী, উপজেলা ছাত্র লীগ সভাপতি মো. তরিকুল ইসলাম চৌধুরী তাপ প্রমুখ সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন আ’লীগ ও সহযোগী সংগঠনর নেতা-কর্মীরা।

এর আগে মন্ত্রী উপজেলার সদর হতে সাত কাছিমা পর্যন্ত কালি গঙ্গা নদীর ভাঙ্গন রোধে তীর প্রতিরক্ষা মূলক কাজের উদ্বোধন করেন।