বিশেষ সংবাদদাতা:

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম রেজাউল করিম বলেছেন, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গবন্ধুর আদর্শ থাকবে, তার জন্ম নাহলে এ দেশ স্বাধীন হতোনা। তারজন্মই এই মার্চ মাসে। মার্চ মাস বাংলাদেশের স্বাধীনতার সাথে জড়িয়ে রয়েছে। কেননা, ৭মার্চের ঐতিহাসিক ভাষন, ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্ম দিন সহ ২৫ মার্চ ও ২৬ মার্চের ইতিহাসের মধ্য দিয়ে মার্চ মাস আমাদের কাছে ঐতিহাসিক। বাংলাদেশের স্বাধীনতার মহানায়ককে হত্যার মধ্য দিয়ে ঘাতকরা স্বাধীনতার ইতিহাসকে ও বঙ্গবন্ধু আদর্শকে মুছতে চেয়েছিলো, । যারা বঙ্গবন্ধুর আদর্শকে মনে প্রানে লালন করলে, সেই মানুষ গুলোর দ্বারা কখনো অনিয়ম, দুর্নীতি, সন্ত্রাসী কর্মকান্ড করতে পারেনা।

শুক্রবার (১৭ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য কাল তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, বঙ্গবন্ধু মানুষকে ভালো বাসতেন, মানুষের জন্য নিজের জীবন বিলিয়ে দিয়েছেন। বঙ্গবন্ধুর স্বপ্নছিল এই দেশকে সোনারবাংলা হিসেবে গড়ে তোলা করা। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার জন্য দিনরাতপরিশ্রম করেছেন তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই শ্রমে দেশের অর্থনৈতিক মুক্তি এসেছে। একটি গোষ্ঠি দেশকে পিছে রাখতে বিদেশীদের পায়ে ধরে পিছনের রাস্তা দিয়ে ক্ষমতায় যেতে চাই। বাংলার মাটিতে তাদের সেই স্বপ্ন কোন দিন পুরন হবেনা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাক্তার সঞ্জীব দাশের সভাপতিত্বে শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান, থানাপলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) হুমাযুনকবীর ও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শেখ আব্দুল লতিফ, কৃষকলীগের আহŸায়ক এসএম নজরুল ইসলাম বাবুল প্রমুখ।

এর আগে ওই দিন সকাল সাড়ে ৮ টায় নাজিরপুরে উপজেলায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করার মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরে উপজেলা পরিষদের গেইট থেকে তার নেতৃত্বে একটি আনন্দ র‌্যালী বের হয়। র‌্যালী শেষে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে শিশুদের নিয়ে তিনি কেক কাটেন।