বিশেষ সংবাদদাতা

মুজিববর্ষ উপলক্ষ্যে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় নাজিরপুর উপজেলায় ৪র্থ পর্যায়ে উদ্বোধনের অপেক্ষায় আরো ১৫২ টি ঘর এবং একই সাথে নাজিরপুর উপজেলাকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ক’ শ্রেণীর ভূমিহীনমুক্ত ঘোষণা করবেন মর্মে ১৩ মার্চ সোমবার সকাল ১০ ঘটিকার সময় উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে এক যৌথ সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন ।
উক্ত সভায় উপজেলা নির্বাহী অফিসার ডা. সঞ্জীব দাশ এর সভাপতিত্বে সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, অফিসার ইনচার্জ নাজিরপুর থানা মোঃ হুমাউন কবির, জেলা পরিষদের সদস্য সুলতান মাহামুদ খান, সাবেক মুক্তিযোদ্ধা কমন্ডার শেখ আব্দুল লতিব সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, সাংবাদিক বিভিন্ন কলেজের অধ্যক্ষ, স্কুল শিক্ষক,গন্যমান্য ব্যক্তি, উপস্থিত ছিলেন । এ বিষয়ে নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার ডা. সঞ্জীব দাশ জানান যে, মুজিববর্ষ উপলক্ষ্যে ৪র্থ পর্যায়ে নাজিরপুর উপজেলায় ৩১০ টি ঘরের মধ্যে ইতিমধ্যে ১৫২টি হস্তান্তরের জন্য কবুলিয়ত,সনদপত্র ও নামজারী প্রস্তুত করা হয়েছে, আগামী ২২ মার্চ ২০২৩ খ্রি. তারিখে মাননীয় প্রধানমন্ত্রী প্রস্তুতকৃত ১৫২ টি গৃহ হস্তান্তর করবেন ।