পিরোজপুর:
“নারী নির্যাতন নয়” এই ¯স্লোগানকে সামনে রেখে রবিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের গ্রামীন নারী দিবস ও নারী কথা অনুষ্ঠানে ক্যাম্পেইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। রূপান্তর-অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের আয়োজনে রেডিও ও সামাজিক মিডিয়া কার্যক্রম বিষয়ক বেতার অনুষ্ঠান ‘নারী কথা’ সমতা ও ক্ষমতায়নে নারী, কর্মসূচির আওতায় এ প্রচারাভিযান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টোনা ইউনিয়নের চেয়ারম্যান ইমরান আলম খান হারুন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আইয়ুব আলী, বীর মুক্তিযোদ্ধা মোঃ বেলায়েত হোসেন, অব: শিক্ষক বাবু শংকর বিশ^াস, ইউপি সদস্য মাইনুল ইসলাম দুলাল, ইউপি সদস্য বিমল কৃষ্ণ, সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ রোজিনা (ডাক দিয়ে যাই)। বরিশাল ক্লাস্টার থেকে আগত মনিটরিং অফিসার তানভীর মোশাররফ, পিরোজপুর জেলা সমন্বয়কারী সাহিদা রানু সোনিয়া, মাঠ সমন্বয়কারী জাহাংগীর ফকির মিঠু প্রমুখ।
অনূষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা নেটওর্য়াকের কার্যনিবাহী সদস্য জিনিয়া ফারজানা। গ্রামীন নারী দিবস উপলক্ষে গ্রামীন পর্যায়ে অসামান্য অবদান রাখায় পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের মূলগ্রামে অপরাজিতা বাসন্তী রানী মজুমদারকে সম্মাননা স্মারকসহ সার্টিফিকেট প্রদান করা হয়।