বিশেষ সংবাদদাতা:
পিরোজপুর-১ (পিরোজপুর সদর-নাজিরপুর-ইন্দুরকানী) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দিবেন।
নৌকা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার প্রতীক। দেশকে উন্নয়নের শিখরে নিতে হলে নৌকার বিকল্প নেই।
মন্ত্রী গতকাল বৃহস্পতিবার বিকেলে নাজিরপুর উপজেলার ৯নং কলারদোয়ানিয়া ইউনিয়ন পরিষদ মাঠে এক নির্বাচনী সভায় এসব কথা বলেন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করার স্বার্থে, আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার স্বার্থে, স্বাধীনতা বিরোধীদের সাথে লড়াই করার স্বার্থে এবং দুর্নীতিবাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে পিরোজপুরকে শান্তির জনপথ এবং উন্নয়নের জনপদে অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য নৌকা প্রতীকে ভোট দিবেন।


শ ম রেজাউল করিম বলেন, আপনারা আমার ভাই এবং বোন আপনাদের কাছে আমার অনুরোধ ৭ জানুয়ারী একজন মানুষও বাড়িতে থাকবেন না, আপনারা সবাইকে ভোট কেন্দ্রে নিয়ে আসবেন এবং সবাই মিলে নৌকায় ভোট দিবেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাড.নির্ঝরকান্তি বিশ্বাস ,উপজেলা ভাইস-চেয়ারম্যার মোস্তাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আব্দুল লতিব, সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান ফেদাউস রুনা, ৯নং কলারদোয়ানিয়া ইউপি চেয়ারম্যান হাসনাত উপজেলা ইউনিয়ন আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
এসময় তিনি বিভিন্ন শ্রেণির-পেশার মানুষের সাথে মতবিনিময় এবং লিফলেট বিতরণ করেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে আবারও নির্বাচিত করে ক্ষমতায় অধিষ্ট করার আহবান জানিয়ে তার নির্বাচনী এলাকায় উন্নয়নের চিত্র তুলে ধরেন।
এরপরে দেউলবাড়ী দোবড়া ইউনিয়নের গাওখালী স্কুল এন্ড কলেজ মাঠে নির্বাচনি জনসভায় যোগদান করেন।
৯নং কলারদোয়ানিয়া ও দেউলবাড়ী ইউনিয়নে নির্বাচনি জনসভায় জনসমুদ্রে দেখাগেছে।
Warning: Undefined variable $aria_req in /home/u141868158/domains/ekusherkantha.com/public_html/wp-content/themes/pitwnp/comments.php on line 67
Warning: Undefined variable $aria_req in /home/u141868158/domains/ekusherkantha.com/public_html/wp-content/themes/pitwnp/comments.php on line 72
Notice: Only variables should be assigned by reference in /home/u141868158/domains/ekusherkantha.com/public_html/wp-content/themes/pitwnp/functions.php on line 285