নাজিরপুর(পিরোজপুর)প্রতিনিধিঃ

উপজেলার সামন্তগাতী গ্রামের মৃত সুধীর গাইনের ছেলে সমির গাইন(৪৮) এর নিজ বাড়ীর পিছনের জমিতে গাজার চাষাবাদ করে আসছে গোপন সংবাদের ভিত্তিতে (২৭)টি গাজার গাছ সহ সুধীরকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শুক্রবার দুপুরে পিরোজপুর জেলার নাজিরপুর থানা সূত্রে:, (তদন্ত ওসি) মোঃ জাকারিয়া .এস আই মোঃ হালিম, আই সাইফুল ইসলাম ও এস্ আই দেলোয়ার, এ এস আই আল আমিন, এ এস আই আব্দুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সামন্তগাগী গ্রামের সুধীর গাইনের নিজ জমিতে মাদক গাজার গাছ পাওয়া যায়। ওই জমি থেকে (২৭)টি গাজা গাছ সহ সুধীরকে হাতেনাতে গ্রেফতার করেছে।

এ ব্যাপারে নাজিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা
শেখ আশরাফুজ্জামান জানান। সুধীর গাইন দীর্ঘদিন ধরে মাদক গাজার চাষ করছে জানায়ায়, জমির পরিমান ২শতক আনুমানিক হবে। মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা চলমান রয়েছে, পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়েছে ,মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।