বিশেষ সংবাদদাতা
:পিরোজপুর জেলার নাজিরপুরে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ এর ৪র্থ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (১৪ জুলাই) বিকাল ৫ টায় নাজিরপুর উপজেলা সদর বাজার মাঠ প্রাঙ্গনে এক শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। যুবসংহতির নাজিরপুর উপজেলা শাখার আহবায়ক অঞ্জন বেপারীর সভাপতিত্বে ও সদস্য সচীব এনামুল হক সিকদারের সঞ্চালনায় উক্ত মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রফিকুল ইসলাম সেলিম ও অধ্যাপক নজরুল ইসলাম বাদশা, যুগ্ম আহবায়ক জেলা জাতীয়পার্টি, প্রধান বক্তা হাফিজুর রহমান আহবায়ক জেলা যুবসংহতি, এস এম শাহ্ আলম লোকমান, জ্যোতিষ চন্দ্র হালদার প্রমূখ। এ সময় বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে নেতাকর্মীরা হুসেইন মুহাম্মদ এরশাদ এর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মুনাজাত করেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নাজিরপুর উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মিজানুর রহমান।