বিশেষ সংবাদদাতা

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নাজিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ১১সেপ্টেম্বর বেলা ১১টায় উপজেলা কৃষি হলরুমে শারদীয় দুর্গাপূজা ২০২৩ প্রস্তুতি সভায় উপজেলা নির্বাহী অফিসার ডাঃ সঞ্জীব দাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, থানা অফিসার ইনর্চাজ মোঃ হুমায়ন কবির, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আব্দুল লতিব, শেখ মাটিয়া ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান চৌধুরী নান্নু, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি চঞ্চলকান্তি বিশ্বাস প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তফিজুর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান ফেদাউস রুনা, কলারদোয়ানিয়া ইউপি চেয়ারম্যান হাসনাত ডালিম সহ ৯টি ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের সকল নেতৃবৃন্দ। এ বছর উপজেলায় ১৩৫টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
এর আগে সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা সর্বস্তরের জনগনের মাঝে পৌছে দেয়ার লক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার ডাঃ সঞ্জীব দাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ মাসুদুর রহমান প্রমুখ।উপস্থিত ছিলেন উপজেলার সকল দপ্তরের অফিসার, ইউপি চেয়ারম্যান,সাংবাদিক, গন্যমান্য ব্যক্তিবর্গ বৃন্দ।