বিশেষ সংবাদদাতা
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এম,পি মহোদয়ের স্বেচ্ছাধীন তহবিলের অনুদান বিতরন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. সঞ্জীব দাশ । (২০ এপ্রিল ) বৃহস্পতিবার সকাল ১১টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে অনুদান বিতরন করা হয় উপজেলা প্রশাসনের কক্ষে। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা উপজেলা কৃষক লীগের আহবায়ক শেখ নজরুল ইসলাম বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান, সাবেক জেলা পরিষদ সদস্য তুহিন হালদার তিমির প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. সঞ্জীব দাশ জানান উপজেলায় তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার অনুদান ৬৯ জন পেয়েছেন।
নাজিরপুরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের অনুদান বিতরন
