বিশেষ সংবাদদাতা
বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় শেখ রাসেল দিবস পালন করা হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) সকালে উপজেলা স্বাধীনতা মঞ্চে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ সঞ্জীব দাশ, উপজেলা চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন খান, থানা অফিসার ইনর্চাজ ( ওসি) মোঃ হুমায়ুন কবির, উপজেলা কৃষক লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ নজরুল ইসলাম বাবুল, ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান।
পরে সরকারি বেসরকারি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করে। এর আগে উপজেলা থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদিক্ষন করেন। এরপরে কৃষি মিলনায়তন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।