বিশেষ সংবাদদাতা

পিরোজপুর জেলার নাজিরপুরে বর্ষবরণে বর্ণিল শোভাযাত্রায় , শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, উপজেলা প্রশাসন সহ সাধারণ জনগণ একসঙ্গে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন । বর্ষবরণ বর্ণিলে শোভাযাত্রার আয়োজন করেন উপজেলা প্রশাসন।
১৪ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা চত্বর থেকে বর্ষবরণ বর্ণিলে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাষ্টার অম‚ল্য রঞ্জণ হালদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ্ সাদীদ, মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আব্দুল লতিফ, সহকারি কমিশনার (ভ‚মি) আল-মামুন, বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু প্রমুখ। শোভাযাত্রার পরে উপজেলা কৃষি অফিসের হল রুমে কুইজ প্রতিযোগীতা, (নববর্ষ ও বঙ্গবন্ধুর আলোকে) সাংস্কৃতিক প্রতিযোগীতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।