বিশেষ সংবাদদাতা :
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩-এ শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নির্বাচিত হয়েছেন পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা মানবিক নির্বাহী কর্মকর্তা ডা.সঞ্জীব দাশ। গত বুধবার জেলা শিক্ষা কর্মকর্তা কুমারেশ চন্দ্র গাছি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২০২২ইং সালের ২৩ অক্টোবর নাজিরপুর উপজেলায় ইউএনও হিসেবে যোগদান করেন ডাঃ সঞ্জীব দাশ। যোগদানের পর শিক্ষার মান উন্নয়নে তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে পরিদর্শন শুরু করেন। প্রাথমিক স্কুল থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক কলেজ শাখায় পরিদর্শন করেন, ক্লাসে বাল্যবিবাহের কুফল, মাদকের ভয়াবহতার বিষয়গুলো তুলে ধরেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
আরো জানাযায়: উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও ) সঞ্জীব দাশ ৩৪ তম বিসিএস এ ২০২২ সালের ২৩ নাজিরপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এর আগে ৩৪ তম বিসিএস পরিক্ষায় স্বাস্থ্য ক্যাডারেও মেডিকেল অফিসার পদে যোগদান করেন। যশোরের কেশবপুর উপজেলার সকসেকেনপুর গ্রামে কৃতি সন্তান । তার সহধর্মিনী পেশায় একজন ডাক্তার।
জেলায় শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে ইউএনও ডাঃ সঞ্জীব দাশের নাম ঘোষণায় উপজেলার সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক আনন্দ লক্ষ্য করা গেছে। জেলার শ্রেষ্ঠ শিক্ষক উপজেলার কনিকা রানী গাওখালী ২০ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিপা রানী মন্ডল কবিরাজ বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়। উপজেলা আহবায়ক বীব মুক্তিযোদ্ধা শেখ নজরুল ইসলাম বাবুল তার পক্ষ থেকে শুভেচ্ছা জানান তিনি বলেন, উপজেলার সকল দপ্তরে দায়িত্ব কঠর ভাবে পালন করে যাচ্ছেন,তিনি তার সততা নিয়ে বহুদুর এগিয়ে যাবেন এই প্রত্যাশা রইল ।
প্রেসক্লাব সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ফুল দিয়ে ইউএনওকে শুভেচ্ছা জানিয়েছেন।