বিশেষ সংবাদদাতা

সময়মতো নিলে পরিবার পরিকল্পনা পদ্ধতি, শিশু ও মাতৃস্বাস্থ্যের হবে উন্নতি ” প্রতিপাদ্যের উপর ভিত্তি করে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০২২ সারাদেশের ন্যায় পিরোজপুরের নাজিরপুর উপজেলায় ইউনিট পর্যায়ে বাড়ি পরিদর্শন, স্যাটেলাইট ক্লিনিক সংগঠন,কমিউনিটি ক্লিনিক,ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র,সদর ক্লিনিক,এমসিএইচ ইউনিট,উপজেলা স্বাস্থ্য বিভাগীয় সেবা(পরিবার পরিকল্পনা সেবা,মা ও শিশু স্বাস্থ্যসেবা,পুষ্টি প্রদানের মাধ্যমে উদযাপিত হচ্ছে।

উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের তারাবুনিয়া আবাসন কেন্দ্রে ১৮ ডিসেম্বর রবিবার কিশোরী শিশু ও মা সমাবেশের আয়োজন করেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিস। তারাবুনিয়া আবাসন কেন্দ্রে কিশোরী শিশু ও মা সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জওহর বালা, ক্লিনিক ও মাঠ কর্মী প্রমুখ। তিনি বলেন, ক্লিনিক সংগঠন এবারের প্রতিপাদ্য বিষয়টি বিশদভাবে তুলে ধরে পরিবার পরিকল্পনা বিভাগীয় কার্যক্রম সম্পর্কে স্থানীয় জনসাধারণের মাঝে বিশেষভাবে অবহিত করা হচ্ছে।