বিশেষ সংবাদদাতা:

নিরাপদ মাতৃত্ব,পরিকল্পিত পরিবার স্মাট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার ” প্রতিপাদ্যকে সামনে নিয়ে ২৫-৩০ নভেম্বর,২০২৩ পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষে সারাদেশের ন্যায় পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় গতকাল বৃহস্পতিবার ১১ টার সময় পরিবার পরিকল্পনা কার্যালয়ের অ্যাডভোকেসি সভার আয়োজন করেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিস। অ্যাডভোকেসি সভায়, উপজেলা নির্বাহী অফিসার জনাব ডাঃ সঞ্জীব দাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন খান, পিরোজপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব ডাঃ হংসু পতি সিকদার, নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ উজ্জ্বল মন্ডল, প্রেসক্লাব সাধারন সম্পাদক মো. দেলোয়ার হোসেন, মালিখালী ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য শোভা। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব জওহর বালা,পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মী বৃন্দ প্রমুখ। নিরাপদ মাতৃত্ব স্মাট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার