বিশেষ সংবাদদাতা :
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা আজরিন তন্বীকে ফুলেল শুভেচ্ছা জানান নাজিরপুর প্রেসক্লাব ও বিভিন্ন পত্রিকায় কর্মরত সংবাদকর্মী।
এরপর সংবাদ কর্মীদের সাথে মতবিনিময় কালে তিনি বলেন সরকারি সেবা জনগনের কাছে দ্রুত পৌঁছে দেওয়া ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল ধরনের সহযোগিতা কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত সভাপতি আকরাম আলী ডাকুয়া, সাবেক প্রেসক্লাব সভাপতি সঞ্জীব কুমার রায়, সাবেক প্রেসক্লাব সভাপতি, দৈনিক যুগান্তর উপজেলা প্রতিনিধি, লাহেল মাহমুদ, সাবেক প্রেসক্লাব সাধারণ সম্পাদক, দৈনিক দেশের কন্ঠ মোস্তাফিজুর রহমান লাভলু, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.দেলোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান ও প্রেসক্লাব অর্থ বিষয়ক সম্পাদক মো. হাসনাত, আজকের পত্রিকা উপজেলা প্রতিনিধি ও সাবেক প্রেসক্লাব অর্থ বিষয়ক সম্পাদক, উত্থান মন্ডল, দৈনিক নয়াদিগন্ত উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাব তথ্য বিষয়ক ও দপ্তর সম্পাদক, আল আমিন হাজরা। জাতীয় দৈনিক পত্রিকার প্রতিনিধি।