বিশেষ সংবাদদাতা

পিরোজপুর জেলার নাজিরপুরে জাঁকজমকভাবে মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পহেলা বৈশাখ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে। এভারের প্রতিপাদ্য আমরা তো তিমির বিনাশী- এই শ্লোগান মঙ্গল শোভাযাত্রায় ।
(১৪ এপ্রিল) রবিবার সকালে উপজেলা চত্তর থেকে একটি মঙ্গল শোভাযাত্রার র‌্যালি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা আজরিন তন্বীর নেতৃত্বে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলার ভিতরে শেষ হয়। এরপর উপজেলা কৃষি হলরুমে আলোচনা সভা ও সাংকৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । এসময় উপস্থিত ছিলেন উপজেলা পঃপঃ কর্মকর্তা ডাঃ মশিউর রহমান, বিআরডি কর্মকর্তা মোঃ মাসুম মিয়া,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিশ^জিৎ কর্মকার প্রমুখ।
পোস্টার ফেস্টুন ব্যানার সহ রংবেরংঙে সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রায় অংশ নেয় উপজেলা প্রশাসন,সংবাদিক বিভিন্ন স্কুল কলেজ ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।