বিশেষ সংবাদদাতা:

পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় দরিদ্র মহিলাদের জন্য উন্নত সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-২ পর্যায়ের আত্ততায় ২০২২-২০২৩ অর্থ বছরে উপজেলা পর্যায়ে ০৩ (তিন)দিন মেয়াদী গবাদি পশু পালন আয়বর্ধনমূলক প্রশিক্ষন উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
উপজেলার বিআরডিবি হলরুমে ৭ জুন বুধবার বেলা ১টার সময় দরিদ্র মহিলাদের জন্য উন্নত সমম্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো)-২ পর্যায়ের আত্ততায় ৩ দিনের জন্য প্রশিক্ষনের আয়োজন করেন উপজেলা পল্লী উন্নয়ন অফিস। উপজেলা নির্বাহী অফিসার ডাঃ সঞ্জীব দাশের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান তিনি বক্তব্য শেষে প্রশিক্ষন উদ্বোধন ঘোষনা করেন । বিশষ অতিথির বক্তব্য রাখেন পিরোজপুর জেলা উপ-পরিচালক বি এম কামরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন থানা ইনর্চাজ অফিসার মোঃ হুমায়ন কবির, উপজেলা বিআরডিবি অফিসার মোঃ মাসুম মিয়া, শেখ মাটিয়া ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান নান্নু চৌধুরী প্রমুখ। অফিস সূত্রে: মোট ৩০ জন দরিদ্র মহিলা প্রশিক্ষনে অংশগ্রহন করেন। এরপরে বৈববুনিয়া আশ্রায়ন প্রকল্প হতে মেইন রোস্তা পর্যন্ত দ্বৈত ইট সলিং করণ প্রকল্প শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুর রহমান এসময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা উপ-পরিচালক বি এম কামরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ সঞ্জীব দাশ, থানা ইনর্চাজ অফিসার মোঃ হুমায়ন কবির, উপজেলা বিআরডিবি অফিসার মোঃ মাসুম মিয়া সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।