নাজিরপুর(পিরোজপুর)প্রতিনিধি:


মহামারি করোনা দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সচেতনায় বৃদ্ধির লক্ষে, “মাস্ক পরার অভ্যাস করুন কোভিড মুক্ত দেশ গড়ুন । পিরোজপুর জেলার নাজিরপুরের কলারদোয়ানিয়ায়, গাওখালী,দীর্ঘা সহ বিভিন্ন হাট-বাজার ও এতিম খানায় খেজুর ও মাস্ক বিতরণে করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (১৯ এপ্রিল) প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস সূত্রে:জানাযায়, মাহে রমজান উপলক্ষে ত্রান দূযোগ মন্ত্রনালয় প্রদত্ত ৫কাটুন খেজুর উপজেলার গাওখালী বাজার, কলারদোয়ানিয়া, সাতকাছিমা মাদ্রসা সহ বিভিন্ন এতিম খানার ছাত্রদের মাঝে বিতরণ করেছেন উপজেলা প্রশাসন।

একই সময় ও দীর্ঘা, গাওখালী, বৈঠাকাটা বাজারের, পথচারী ও এতিম খানার ছাত্রদের মাঝে মাস্ক বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
এসময় উপস্থিত ছিলেন ,উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ওবায়দুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সাখাওয়াত জামিল সৈকত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইস্রফিল হোসেন, ইউপি চেয়ারম্যান মো.হাসনাত ডালিম প্রমুখ।