বিশেষ প্রতিনিধি:
করোনা ভাইরাস প্রতিরোধে সারাদেশে লকডাউন চলছে, বন্ধ রয়েছে সকল স্তরের শিক্ষা প্রতিষ্ঠান। জনস্বার্থে সরকারি নির্দেশে বন্ধ রয়েছে সকল কোচিং সেন্টার। তবুও কেউ কেউ নির্বাহী আদেশ লঙ্ঘন করে স্বাস্থ্যঝুঁকি নিয়ে কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে কোচিং ব্যবসা পরিচালনা করে আসছেন। পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায়, উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ ওবায়দুর রহমান এর কার্যালয়ে। মঙ্গলবার সকালে (১৩ এপ্রিল) সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সাখাওয়াত জামিল সৈকত এর ভ্রাম্যমাণ আদালত, বালিকা বিদ্যালয়, বঙ্গমাতা ফজিলাতুননেছা কলেজ ও নাজিরপুর কলেজ সংলগ্ন এলাকায় উক্ত অভিযোগের সত্যতা দেখতে পান। ঘটনাস্থলে সংঘটিত অপরাধ আমলে নিয়ে আদালত ২টি পৃথক মামলায় ২ জন কোচিং ব্যবসায়ী-কে অর্থদণ্ড প্রদান করেন।