নিজস্ব সংবাদদাতা:

পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সার্বিক তত্বাবধানে এবং বে-সরকারী সংস্থা টিএমএসএস কর্তৃক আয়োজিত ইনভেস্টমেন্ট কম্পোনেন্ট ফর ভালনারেবল গ্রæপ ডেভেলপমেন্ট (আইসিভিজিডি) এর আওতায় আলোচনা সভা ও মতবিনিময় মঙ্গলবার (০৯ জুলাই) উপজেলা কৃষি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিং এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, প্রাক্তন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর পিএস সিনিয়র সাংবাদিক, গৌতম নারায়ন চৌধুরী, বিশেষ অতিথি উপ পরিচালক পিরোজপুর জেলা মোঃ আলতাব হোসেন চৌধুরী,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ তরিকুল ইসলাম ফিরন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার।
অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন দীর্ঘা ইউপি চেয়ারম্যান আশুতোষ বেপারী,ইউপি চেয়ারম্যান হাসনাত প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাহাবুব হোসেন, কৃষি কর্মকর্তা ইশরাতুন্নেছা এশা ,এনজিওর কর্মকর্তা সহ বিভিন্ন মিডিয়ার সংবাদ কর্মী বৃন্দ। নাজিরপুর উপজেলায় ১২০০ ভিজিডি কার্ডধারী পরিবার এই প্রকল্পের সুবিধাভোগী হিসেবে সহযোগীতা পাবেন বলে সংশ্লিষ্টরা জানান। সঞ্চলয়ন করেন টিএমএসএস এনজিও কর্মকর্তা মিজানুর রহমান।