বিশেষ সংবাদাদাতা
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন। (২৭ সেপ্টেম্বর) বুধবার উপজেলা কৃষি মিলনায়তনে কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। মানবিক উপজেলা নির্বাহী অফিসার ডাঃ সঞ্জীব দাশের সভাপতিত্বে বক্তব্যে রাখেন উপজেলা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশাররফ হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান ফেদাউস রুনা, অন্যান্যর মধ্যে উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম রায়, থানা অফিসার এসআই রহমত, প্রভাষক বিপ্লব কুমার প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, আইন শৃঙ্খলা কমিটির সদস্যরা ও কলারদোয়ানিয়া ইউপি চেয়ারম্যান হাসনাত ডালিম, দেউলবাড়ী দোবড়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম (বাবুল) শাখারীকাঠি ইউপি চেয়ারম্যান খালেদ হোসেন সজল, নাজিরপুর সদর ইউপি চেয়ারম্যান রাসেল সিকদার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলার বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা বৃন্দ। এ সময় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা বিষয় নিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরেন সদস্যরা।