নাজিরপুর(পিরোজপুর) প্মরতিনিধি:

হামারি করোনা ভা্ইরাস বৃদ্দি পাওয়ায়, সচেতনতা ও স্বাস্থ্য বিধি ও মেনে না চলার অপরাধে ভ্রাম্যমান আদালত ১০ জনকে অর্থদন্ড প্রদান ও ১জনকে কারা দন্ড প্রদান করেছে।

পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় মঙ্গলবার দুপুরে গাওখালী ও বৈঠাকাটা বাজারে মহামারি করোনা ভা্ইরাস বৃদ্দি পাওয়ায়, সচেতনতা ও স্বাস্থ্য বিধি ও মেনে না চলার অপরাধে ভ্রাম্যমান আদালত নগত অর্থ দন্ড প্রদান করেন নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমান ও সহকারী কমিশনার ভূমি সাখাওয়াত জামিল সৈকত। দুপুরে গাওখালী ও বৈঠাকাটা বাজারে ভ্রাম্যমান আদালত এ সময়, মাস্ক না পরার অপরাধে ও স্বাস্থ্য বিধি মেনে না চলার দায়ে প্রত্যেককে একশত টাকা করে ৮শত টাকা জরিমানা করা হয়। পরে গাওখালী বাজারের ব্যবসায়ী . বরকত উল্লাহ (৪২কে) একমাসের কারাদন্ড প্রদান করা হয়। আবু জাফর তালুকদারের ছেলে। ব্যবসায়ী স্থাণীয় নদী অবৈধ ভরাট করে স্থাপনা তৈরীর দায়ে তাকে এক মাসের কারা দন্ড প্রদান করা হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুর রহমান জানান, স্বাস্থ্য বিধি না মেনে চলাচলের অপরাধে ওই ৮ জনকে আর্থিক দন্ড প্রদান করা হয়। আর নদীর ভরাট করে অবৈধভাবে স্থাপনা তৈরীর দায়ে বরকত উল্লাহকে এক মাসের কারা দন্ড প্রদান করা হয়েছে।