বিশেষ সংবাদদাতা :
পিরোজপুর জেলায় ১ম ধাপের ৮মে উপজেলা পরিষদ নির্বাচনে নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এস.এম নুরে আলম সিদ্দিকী শাহীন। তিনি তৃনমূলের সংবাদ কর্মী থেকে নাজিরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও কার্যনিবার্হী সদস্য । তিনি দৈনিক ভোরের কাগজের নাজিরপুর উপজেলা প্রতিনিধি ও বেসরকারী টিভি চ্যানেল দেশ টিভি ও পরে ইনডিপেন্ডেন্ট টিভির পিরোজপুর জেলা প্রতিনিধি ছিলেন। বর্তমানে জাতীয় দৈনিক আজকের দর্পণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক।
জানা যায় , প্রথম ধাপে অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বুধবার (০৮ মে) ইভিএমএর মাধ্যমে উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে তিনি দোয়াত-কলম প্রতীক নিয়ে ১৯,২৭৯ ভোট পেয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ওই উপজেলার দুইবারের নির্বাচিত ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ আলী শিকদার ঘোড়া প্রতীক নিয়ে ১৮,৮৪৮ ভোট পেয়েছেন। নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এস.এম নুরে আলম সিদ্দিকী শাহিন একজন প্রকৌশলী ও বরিশাল জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ছিলেন। তার পিতা বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক ছিলেন আওয়ামীলীগ ও মুক্তিযুদ্ধের সংগঠক।
১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার প্রতিবাদে ও বিচারের দাবীতে তার বড় ভাই উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আবুল বাশার ও মেঝো ভাই মো. নজরুল ইসলাম বাবুলের নেতৃত্বে নাজিরপুরে প্রথম মিছিল অনুষ্ঠিত হয়।
এস.এম নুরে অলম সিদ্দিকী শাহিন বলেন, তিনি সাধারন মানুষের ভালোবাসা ও ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি নাজিরপুর উপজেলাকে মাদক ও দুর্নীতিমুক্ত একটি মডেল উপজেলা হিসাবে গড়ে তুলতে কাজ করবেন
Warning: Undefined variable $aria_req in /home/u141868158/domains/ekusherkantha.com/public_html/wp-content/themes/pitwnp/comments.php on line 67
Warning: Undefined variable $aria_req in /home/u141868158/domains/ekusherkantha.com/public_html/wp-content/themes/pitwnp/comments.php on line 72
Notice: Only variables should be assigned by reference in /home/u141868158/domains/ekusherkantha.com/public_html/wp-content/themes/pitwnp/functions.php on line 285