নাজিরপুর(পিরোজপুর)প্রতিনিধি:

বৃষ্টিহীন কালবৈশাখী ঝড়ের তান্ডবে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া প্রতিবন্ধি বিদ্যালয়ের কাঠের ঘরটি উপড়ে পড়ে লন্ডবন্ড হয়ে যায় ।

স্থানীয় সূত্রে: জানাযায়, রবিবার রাত ৭টার দিকে বৃষ্টিহীন কালবশৈাখী ঝড়ের তান্ডবে উপজলোর বিভিন্ন এলাকায় কালবশৈাখী ঝড় শুরু হয় এবং কয়েক দফা, দমকা বাতাসে,কলারদোয়ানয়িা প্রতিবন্ধি বিদ্যালয়টি উপড়ে পড়ে লন্ডবন্ড হয়ে যায়। বিদ্যালয়ের ভিতরে থাকা চেয়ার টেবিল, আলমিরা ভেঙ্গে যায় এতে বিদ্যালয়ের ব্যাপক ক্ষতি হয় ।
স্থানীয় চেয়ারম্যান হাসনাত ডালিম বলেন, কাল বৈশাখীর তান্ডবে কলারদোয়ানয়িা প্রতিবন্ধি বিদ্যালয় উপড়ে পড়ে লন্ডবন্ড যায় এবং ব্যাপক ক্ষতি হয়। বিষয়টি নির্বাহী র্কমর্কতা মহোদয়কে জানানো হয়ছে। তিনি আরো বলেন,বিদ্যালয়টি দুুত নির্মান করার জন্য আমার পক্ষ থেকে সার্বিক সহযোগীতা থাকবে।স্কুল ম্যানেজিং কমিটি, অভিবাবক ও এলাকাবাসী দুুত বিদ্যালয় নির্মান করার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছে।