ঢাকা-চট্টগ্রাম বন্দর পোর্ট কানেক্টিং এর প্রধান ব্যস্থতম সড়ক। এই সড়কের দীর্ঘদিন যাবত থেমে থেমে উন্নয়ন কাজ চলমান রয়েছে। নগরির এক্সেস রোড়ের মুখে একটি পণ্যবাহী কয়েল বুঝায় ট্রাক চট্টমেট্রো- ট- ০২-০৫৯৬, উচুঁ মেনুয়েলের কারণে চলতি অবস্থায় উলটে যায়। ট্রাকটি উল্টে যাওয়ায় দীর্ঘসময় সড়কে যানযট লেগে থাকতে দেখা যায়। সড়কের মেনুয়াল গুলো রাস্তা সমতল করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি কমনা করছেন পথচারী ও পরিবহন শ্রমিকেরা। গতকাল বিকেল ৪:১৫ সময় নগরির এক্সেস রোড এলাকা থেকে তোলা ছবি- মোঃ আলাউদ্দিন।
চট্রগাম এক্সেস রোড়ের মুখে একটি ট্রাক উল্টে যাওয়ায দীর্ঘ সময় যানযট
