বিশেষ সংবাদদাতা

ধেয়ে আসছে ঘুনিঝড় হামুন মোকাবিলায় ব্যাপক প্রস্ততি নিয়েছে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা প্রশাসন। ২৪ অক্টোবর মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয় প্রস্তুুতি স়ভার আয়োজন করেন উপজেলা প্রশাসন। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইস্রফিল হোসেনের সঞ্চালনায় উক্ত সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. সঞ্জীব দাশ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান ফেদাউস রুনা প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ হুমায়ূন কবির, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা।

জনসাধারনের নিরাপদ আশ্রয়ের জন্য ১৮টি সাইক্লোন শেল্টার এবং ৩০টি বন্যা আশ্রয়নকেন্দ্র সহ প্রাথমিক বিদ্যালয়গুলো প্রস্তুত রাখা হয়। তথ্য প্রদানের জন্য কন্ট্রোলরুম এর সাথে উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের সাথে যোগাযোগ ব্যাবস্থা রাখা হয়েছে।