বিশেষ সংবাদদাতা
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম এমপি বলেছেন, আপনাকে কে ভোট দিয়েছে কে ভোট দেয় নাই সেটা আপনার মাথায় রাখবেন-না। সেই ব্যক্তি কিন্তু আপনার এলাকার নাগরিক তার সেবা দেয়ার দায়িত্ব আপনার । অনেকের টাকা আছে কিন্তু চেয়ারম্যান,মেম্বার হতে পারেনা। মাননীয় প্রধানমন্ত্রী যে সকল উন্নয়ন করেছে আপনারা অবগত আছেন। আপনি আপনার এলাকায় উন্নয়নের কথা সবাইকে বলুন। এতো উন্নয়ন শেখ হাসিনার আমলে সম্ভব হয়েছে । প্রত্যন্ত অঞ্চলে থেকে আপনারা পাকারাস্তা , লোহার পুল , গার্ডার বীজ্র, ইট সলিং রাস্তাদিয়ে এখন আপনারা গাড়িতে চলাফেরা করছেন । শেখ হাসিনা আমাদের জন্য আশির্বাদ, তিনি দেশের জন্য উন্নয়ন করেছেন, গ্রামের উন্নয়ন করেছেন। দেশের সর্বোত্র বিদ্যুৎ ও রাস্তা পৌঁছে দিয়েছেন। যে মানুষটা আমাদের এতো কিছু দেয় তার কাছ থেকে আমরা আরো কি কিছু নিব না? তিনি আবারো ক্ষমতায় আসলে আমাদের আরো অনেক কিছু দিবেন।

রবিবার (১৭ সেপ্টেম্বর) নাজিরপুর উপজেলা স্বাধীনতা মঞ্চে জাতীয় সরকার স্থানীয় সরকার দিবস-২০২৩ উন্নয়ন মেলা উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য কালে এ কথা বলেন।
নাজিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. সঞ্জীব দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যর মধ্য বক্তব্য রাখেন, উপজেলা উপজেলা প্রকৌশলী মোঃ জাকির মিয়া,উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আব্দুল লতিব, শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান চৌধুরী নান্নু প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ন কবির,ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান,ইউপি চেয়ারম্যান হাসনাত ডালিম, খালিদ হাসান সজল প্রমুখ । আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উপজেলা পরিষদ থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ স্বাধীনতা মঞ্চে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। পরে উপজেলা চত্তরে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে অনুষ্ঠিত মেলার উদ্বোধন করেন মন্ত্রী।