বিশেষ সংবাদদাতা
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি তিনি বলেছেন, মাদ্রাসায় যারা পড়াপশুনা করে এতিম আছে যারা হাফেজ হচ্ছে সেখানে কিছু অবদান রাখলে কাজে আসবে। আমরা সবাই বুঝি এসময় জীবন প্রায় শেষ তখন বেশী বেশী আল্লাহ স্বরন করি। মৃত্যুর পরে তো কবরে তো কেশ টাকা নিয়ে যেতে পারবোনা অহংকার অহমিকা করে লাভ কি। এই পার্থিব পৃথীবীতে সম্পদের পিছনে ললুব হইলে কোন লাভ নাই। সন্তানদের ইসলামী শিক্ষাদেন সৎ জীবন যাপন করেন। মন্ত্রী হওয়ার , পরে সময় পেয়েছি এক বছর, এরপর করোনা চেষ্টা করেছি উন্নয়ন করতে। কলারদোয়ানিয়ার মুগারঝোর বিদ্যালয়ে ৪টি নতুন ভবন হয়েছে। কলারদোনিয়া দেউলবাড়ী দোবড়া আমার ৬০ থেকে ৭০টি ব্রীজ করে দিয়েছি, ৪০ বছরে এতো ব্রীজ হয় নাই। ইট সলিং সহ পাকা রাস্তা করেছি আরো করা দরকার। শেখ হাসিনা উন্নয়নে বিশ্বাসী,তিনি আছেন বলে দেশ এগিয়ে যাচ্ছে, আপনারা তার জন্য দোয়া করুন তিনি ভালো থাকলে আমার ভালো থাকবো দেশ ভালো থাকবে।
০২ জানুয়ারী শুক্রবার দুপুরে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার ০৯নং কলারদোয়ানিয়া ইউনিয়নে উত্তর কলাদোয়ানিয়া মাহমুদিয়া কওমি মাদ্রসা জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করার আগে তিনি এসব কথা বলেছেন। এসময় উপস্থিত ছিলেন, শেখ মাটিয়া ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান চৌধুরী নান্নু, উপজেলা যুবলীগের সহ সভাপতি নাজমুলহুদা স্বপন, স্থানীয় চেয়ারম্যান মোঃ হাসনাত, উক্ত মাদ্রাসার পরিচালক আলহাজ্ব মাওলানা মোঃ মাহমুদুল হাসান, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ গন্যমান্য সহ মুসুল্লী। এরপরে বিকালে বৈঠাকাটা ডিগ্রি কলেজে নবীন বরণ অনুষ্টানে প্রধান অতিথি ।