বিশেষ সংবাদদাতা :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়ার প্রচার-প্রচারণা উৎসব মুখর। পিরোজপুর-১ আসনের আওয়ামীলীগের নৌকা মার্কার প্রার্থী হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম তার নির্র্বাচনি এলাকায় আওয়ামীলীগ ওসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সকল শ্রেনীর মানুষ নিয়ে প্রচার-প্রচারণার সময় জনস্রোত ।
গতকাল বুধবার পিরোজপুর জেলার নাজিরপুরের শ্রীরামকাঠি ইউনিয়ন হাট-বাজারে গণসংযোগ করেছে প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম । এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা আ.মীলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক শাহ আলম ফরাজী, শ্রীরামকাঠি ইউপি চেয়ারম্যান আলতাব বেপারী ,উপজেলা যুবলীগের সভাপতি খোকন কাজী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চঞ্চলকান্তি বিশ্বাস,উপজেলা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম তাপস, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আল আমিন খান, শ্রীরামকাঠি ইউনিয়ন আ.মীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ স্থানীয় সকল শ্রেনীর মানুষ।
উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, শেখ হাসিনার মার্কা নৌকা স্বাধীনতার মার্কা নৌকা,বঙ্গবন্ধুর মার্কা নৌকা জনসাধরনের মার্কা নৌকা,উন্নয়নের মার্কা নৌকা। নৌকার বি-পক্ষে দাড়িয়ে কোন সুবিধা হবেনা। শেখ হাসিনার সিদ্ধান্তের উপর আমি একমত । তৃনমূলের ভোটারা মনে করেন ,আমার আমলে বঙ্গবন্ধু বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এনেছি,স্কুল,কলেজ,মসজিদ- মাদ্রাসা, মন্দির, রাস্তা-ঘাট,ব্রিজ, নদী পারাপারের জন্য ফেরী এবং নতুন ভবন সহ ৫০ বছরে যে উন্নয়ন হয়নি তা ৫ বছরে সম্ভব হয়েছে শেখ হাসিনার আমলে । তিনি আরো বলেন, আমার প্রতিদ্বন্দ্বি প্রার্থীর ছেলে এবং তার ভাইয়ের ছেলে সরাসরি অস্ত্র দিয়ে বিভিন্ন জায়গায় সন্ত্রাসী মহড়া দেয় এবং জেলা যুবলীগের সভাপতির বাড়ী,জেলা ছাত্রলীগের সাধারন সম্পাকের বাড়ী, ভাইস চেয়ারম্যানের বাড়ী আক্রমন করেছে, প্রশাসনের কাছে আমার প্রত্যাশা এই সন্ত্রসীদের গ্রেফতার করে আইনের আয়েত্তে এনে বিচার এবং সুষ্ঠ নির্বাচন আশাকরি। স্থানীয় ভোটারদের একটাই কথা উন্নয়নের স্বার্থে এলাকার স্বার্থে আমরা দলমত নির্বিশেষে নৌকার পক্ষে থাকব।
Warning: Undefined variable $aria_req in /home/u141868158/domains/ekusherkantha.com/public_html/wp-content/themes/pitwnp/comments.php on line 67
Warning: Undefined variable $aria_req in /home/u141868158/domains/ekusherkantha.com/public_html/wp-content/themes/pitwnp/comments.php on line 72
Notice: Only variables should be assigned by reference in /home/u141868158/domains/ekusherkantha.com/public_html/wp-content/themes/pitwnp/functions.php on line 285