বিশেষ সংবাদদাতা :
পিরোজপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা দেওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে সর্বস্তরের নেতাকর্মীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে এ্যাডভোকেট রুহুল কবির রিজভী সিনিয়র যুগ্ন মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তার স্বাক্ষর কৃত দলীয় প্যাডে, পিরোজপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটির আহবায়ক মোঃ নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, ১ম যুগ্ন আহবায়ক এলিজা জামান, সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন, ঘোষণার পর বাংলাদেশ জাতীয়তা বাদী দলকে সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ জনগণের পক্ষ থেকে নবগঠিত আহ্বায়ক কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
নেতাকর্মীরা জানান, এই কমিটি গঠনের মাধ্যমে জেলার বিএনপি আরও সুসংগঠিত ও গতিশীল হবে। তারা আশাবাদ ব্যক্ত করেন, নবগঠিত কমিটির নেতৃত্বে দলের সাংগঠনিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে এবং গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।ত্যাগীদের মূল্যায়ন বাড়বে দল সু সংগঠিত হবে।