বিশেষ সংবাদদাতা
এবছর জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য নিরাপদ মাছে ভরবো দেশ গড়বো স্মাট বাংলাদেশ । পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ -২০২৩ উপলক্ষে সড়ক র্যালি ও পোনা মাছ অবমুক্ত আলোচনা সভার আয়োজন করেছে উপজেলা প্রশাসন ও সিনিয়র মৎস্য কার্যালয়।
গতকাল (২৫ জুলাই) মঙ্গলবার সকাল ১০ টার সময় উপজেলা চত্তর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদিক্ষন করে উপজেলা কৃষি প্রশিক্ষন কেন্দ্রে সামনে শেষ হয়। এরপরে উপজেলা কৃষি প্রশিক্ষন কেন্দ্র আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ডাঃ সঞ্জীব দাশের সভাপতিত্বে অতিথির বক্তব্যে রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদুর রহমান, উপজেলা কৃষক লীগের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা শেখ নজরুল ইসলাম বাবুল জেলা পরিষদ সদস্য সুলতান মাহমুদ খান, মৎস্য কর্মকর্তা গৌতম, পঃপঃ কর্মকর্তা ডাঃ মশিউর রহমান, প্রমুখ। উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ তরিকুল ইসলাম, উপজেলা উপজেলা বিআরডিপি কর্মকর্তা মোঃ মাসুম মিয়া, সাংবাদিক, স্থানীয় আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,,উপজেলার মৎস্যজীবী লীগের সকল নেতা কর্মী। উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। আলোচনা সভায় বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য তুলে ধরেন।
Warning: Undefined variable $aria_req in /home/u141868158/domains/ekusherkantha.com/public_html/wp-content/themes/pitwnp/comments.php on line 67
Warning: Undefined variable $aria_req in /home/u141868158/domains/ekusherkantha.com/public_html/wp-content/themes/pitwnp/comments.php on line 72
Notice: Only variables should be assigned by reference in /home/u141868158/domains/ekusherkantha.com/public_html/wp-content/themes/pitwnp/functions.php on line 285