বিশেষ সংবাদদাতা:
দুর্যোগ মোকাবেলার সাফল্য তুলে ধরে পিরোজপুর-১ আসনের এমপি সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বাংলাদেশ এখন কেবল উন্নয়নের নয়, দুর্যোগ ব্যবস্থাপনায়ও বিশ্বে রোল মডেল। তিনি বলেন, আল্লাহ’র আর্শিবাদ হিসেবে আমরা একজন মহামানবী পেয়েছি। আর তিনি হলেন এদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। যে কোন দুর্যোগ মোকাবেলায়, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনন্য ।
শনিবার সকালে সদর উপজেলার শহীদ ওমর ফারুক মিলনায়তনে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শ ম রেজাউল করিম আরও বলেন, এ দেশের স্বাধীনতা দিয়েছে নৌকা, এ দেশের মানুষের অধিকার দিয়েছে নৌকা, বিপযস্থ মানুষের ঘর দিয়েছে নৌকা, ভূমিহীন মানুষদেরদের বাড়ি দিয়েছে নৌকা। অতীতে তো খালেদা জিয়া সরকারে ছিলেন, জিয়াউর রহমান, এরশাদ ক্ষমতায় ছিলেন, তারা তো এভাবে দুর্যোগ মোকাবেলা করেন নি।
পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ মোর্শেদ মিশু’র সভাপতিত্বে সদর উপজেলার শহীদ ওমর ফারুক মিলনায়তনে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান এস এম বাইজিদ হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আক্তারুজ্জামান ফুলু ও জিয়াউল আহসান জিয়া প্রমুখ। এদিন পিরোজপুর সদর উপজেলার ১ হাজার ৫শ দরিদ্র মানুষকে ঈদ উপহার হিসেবে ৫ কেজি করে চাল প্রদান করা হয়।
Warning: Undefined variable $aria_req in /home/u141868158/domains/ekusherkantha.com/public_html/wp-content/themes/pitwnp/comments.php on line 67
Warning: Undefined variable $aria_req in /home/u141868158/domains/ekusherkantha.com/public_html/wp-content/themes/pitwnp/comments.php on line 72
Notice: Only variables should be assigned by reference in /home/u141868158/domains/ekusherkantha.com/public_html/wp-content/themes/pitwnp/functions.php on line 285