সিভিল সার্জন এ বি এম মসিউল আলম বলেন, নতুন করে আক্রান্ত ১৬ জনের মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ, তাঁর সহধর্মিণীসহ সদর উপজেলাতেই ১৩ জন রয়েছেন। এ ছাড়া হালুয়াঘাট, মুক্তাগাছা ও ভালুকা উপজেলায় ১ জন করে করোনায় আক্রান্ত হয়েছেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ, তাঁর সহধর্মিণীসহ জেলায় নতুন করে ১৬ জনের করোনাভাইরাসের সংক্রমণ (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর এ তথ্য জানায় সিভিল সার্জন কার্যালয়। এ নিয়ে আজ বুধবার পর্যন্ত ময়মনসিংহ জেলায় মোট আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৮২৯।
ময়মনসিংহ মেডিকেল কলেজের উপাধ্যক্ষ আখতারুন্নেছা জানান, এই কলেজের অধ্যক্ষ চিত্তরঞ্জন দেবনাথ এবং তাঁর স্ত্রী চিকিৎসক মঞ্জু রানী দেবনাথ করোনা পজিটিভ হওয়ায় আপাতত বাসায় আইসোলেশনে বিশ্রামে রয়েছেন। কলেজের অধ্যক্ষের অবর্তমানে মেডিকেলের পিসিআর ল্যাব পরিচালনায় কোনো ব্যাঘাত ঘটবে কি না, তা জানতে চাইলে তিনি বলেন, কলেজ কর্তৃপক্ষ ল্যাব পরিচালনার বিষয়ে সচেষ্ট রয়েছে। তাই সবকিছুই সচল রয়েছে।
সিভিল সার্জন এ বি এম মসিউল আলম বলেন, নতুন করে আক্রান্ত ১৬ জনের মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ, তাঁর সহধর্মিণীসহ সদর উপজেলাতেই ১৩ জন রয়েছেন। এ ছাড়া হালুয়াঘাট, মুক্তাগাছা ও ভালুকা উপজেলায় ১ জন করে করোনায় আক্রান্ত হয়েছেন।
Warning: Undefined variable $aria_req in /home/u141868158/domains/ekusherkantha.com/public_html/wp-content/themes/pitwnp/comments.php on line 67
Warning: Undefined variable $aria_req in /home/u141868158/domains/ekusherkantha.com/public_html/wp-content/themes/pitwnp/comments.php on line 72
Notice: Only variables should be assigned by reference in /home/u141868158/domains/ekusherkantha.com/public_html/wp-content/themes/pitwnp/functions.php on line 285