বিশেষ সংবাদদাতা
মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম এমপি বলেছেন, উন্নয়নের ধারা অবহ্যাত রাখতে শেখ হাসিনা সরকাররের কোন বিকল্প নাই। দেশের শিক্ষা ব্যবস্থায় উন্নয়ন হচ্ছে, গ্রাম শহরে রুপ নিচ্ছে, রাস্তা ব্রীজ কালভাট সহ উন্নয়ণ হয়েছে একমাত্র শেখ হাসিনার পক্ষে সম্বব হয়েছে । পিরোজপুর – ১ আসনের ৩ টি উপজেলায় যে পরিমানে উন্নয়ন হয়েছে ৪০ বছরে করা সম্বব হইনি। আপনারা নৌকার পক্ষেঐক্যবদ্ধভাবে কাজ করুন, ইনশাআল্লাহ আরো উন্নয়ন হবে দেশে এগিয়ে যাবে।

তিনি আরো বলেন, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন দেশে সুশিক্ষা বিস্তার করতে। দেশের শিক্ষা ব্যবস্থাকে উন্নয়নের জন্য প্রধান মন্ত্রীর নেতৃত্বে শিক্ষক, শিক্ষার্থী সহ শিক্ষা ব্যবস্থার উন্নয়নের চেষ্টা করে যাচ্ছেন। উন্নয়নের ধারা আব্যাহত রাখতে আপনাদের সকলকে এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেছেন আমার মৃত্যুর পর আমার লাশ ঢাকা নয় আমার উপজেলা নাজিরপুর যেন দাফন হয়। উন্নয়নের জন্য বিভিন্ন দপ্তরে যাচ্ছি আপনাদের জন্য। আমিতো ঘুষ খাইনা, নিয়োগ বানিজ্য করিনা, আমিতো ধমক দিয়ে কথা বলিনা। আমার বিধি অনুযায়ী প্রটোকশ দরকার নেই। আপনারা আপনাদের দপ্তর পরিচালনা করুন জনসাধারণকে সেবা দিন। আমার প্রোটেকশ দরকার হলে আপনাদের জানাবো।
শুক্রবার (৩রা মার্চ ) বিকালে উপজেলার নাও টনা বাবর মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ৮১ তম সাংস্কৃতিক প্রতিযোগীতা ২০২৩ ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথি এসব কথা বলেছেন। বাবর মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি লায়ন মোঃ জাহিদ হোসেন পলাশের সভাপতিত্বে বক্তব্যে রাখেন, বিশেষ অতিথি হিসাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ সঞ্জীব দাশ, কৃষক লীগের আহবায়ক আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা শেখ নজরুল ইসলাম বাবুল, ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাস্টার মনিরুজ্জামান আতিয়ার, দীর্ঘা ইউনিয়ন সভাপতি শাহ আলম আকন, শেখ মাটিয়া ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান চৌধুরী নান্নু, উপজেলা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম তাপস প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন,থানা অফিসার ইনর্চাজ (ওসি) মোঃ হুমায়ুন কবির, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নির্ঝর কান্তি বিশ্বাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহরিয়ার রুনা, উপজেলা ও ইউনিয়ন আ,মীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Warning: Undefined variable $aria_req in /home/u141868158/domains/ekusherkantha.com/public_html/wp-content/themes/pitwnp/comments.php on line 67
Warning: Undefined variable $aria_req in /home/u141868158/domains/ekusherkantha.com/public_html/wp-content/themes/pitwnp/comments.php on line 72
Notice: Only variables should be assigned by reference in /home/u141868158/domains/ekusherkantha.com/public_html/wp-content/themes/pitwnp/functions.php on line 285