চট্টগ্রাম ব্যুরো:
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বাঙালী জাতিসত্তার উজ্জ্বল হীরকখন্ড। একাত্তরের ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তানী সেনা বাহিনী দ্বারা সংগঠিত ইতিহাসের জঘন্যতম ও বর্বরতার নজির বিহীন গণহত্যাকান্ড শুরুর আগেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বাধীনতার ঘোষণার আনুষ্ঠানিক বার্তাটি চট্টগ্রামে এসে পৌঁছে। আত্মবলিদান হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক নেতৃত্বে এবং দেশের উন্নয়ন বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে মেয়র এসব কথা বলেন।
নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে চসিকের ভারপ্রাপ্ত সচিব ও প্রধান রাজস্ব কর্মকর্তা নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দীন, আফরোজা জহুর, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, শাহেদ ইকবাল বাবু, শৈবাল দাশ সুমন, আবদুস সালাম মাসুম, মোঃ ইসমাইল, নরুল আমিন, মোঃ আতাউল্লাহ চোধুরী, আবদুল মান্নান, ফেরদৌস আরা মুন্নি, রুমকী সেনগুপ্ত, তছলিমা বেগম, হুরে আরা, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়–য়া, আঞ্চলিক প্রধান আফিয় আখতার, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, রাজস্ব কর্মকর্তা শাহিদা ফাতেমা চৌধুরী, শিক্ষা কর্মকর্তা সালমা ফেরদৌস, নির্বাহী ম্যাজেষ্ট্রেট মরুফা বেগম নেলী, তত্ত¡াবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক, ঝুলন কুমার দাশ, সিবিএ নেতা ফরিদ আহমেদ, মুজিবুর রহমান, শহিদুল আলম প্রমুখ।
Warning: Undefined variable $aria_req in /home/u141868158/domains/ekusherkantha.com/public_html/wp-content/themes/pitwnp/comments.php on line 67
Warning: Undefined variable $aria_req in /home/u141868158/domains/ekusherkantha.com/public_html/wp-content/themes/pitwnp/comments.php on line 72
Notice: Only variables should be assigned by reference in /home/u141868158/domains/ekusherkantha.com/public_html/wp-content/themes/pitwnp/functions.php on line 285