বিশেষ সংবাদদাতা
বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল খালেক শেখ এর মৃত্যু বার্ষিকী আজ ৭ এপ্রিল। ২০১৯ সালের এই দিনে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিবিড় পর্যবেক্ষন কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
পিরোজপুর ১ আসনের সংসদ সদস্য ও মাননীয় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম (এম পি) মহোদয় এর পিতা বীর মুক্তিযোদ্ধা মরহুম আঃ খালেক শেখ মৃত্যু বার্ষিকী উপলক্ষে নিজ বাড়ী ও মসজিদ মাদ্রাসায় মিলাদ ও দোয়া অনুষ্টিত হয়।
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গার তারাবুনিয়া গ্রামে (৭এপ্রিল) বৃস্পতিবার শেখ বাড়িতে ,মাননীয় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম (এম পি) মহোদয় এর পিতা বীর মুক্তিযোদ্ধা আঃ খালেক শেখ এর মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে মরহুমের মেজ ছেলে বিশিষ্ট সমাজসেবক মো. নজরুল ইসলাম বাবুল, স্থানীয় ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন বিলু, আওয়ামীলীগের সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ গন্যমান্য ব্যক্তিবর্গ সহ স্থানীয় জনসাধারন অংশগ্রহন করেন।
Warning: Undefined variable $aria_req in /home/u141868158/domains/ekusherkantha.com/public_html/wp-content/themes/pitwnp/comments.php on line 67
Warning: Undefined variable $aria_req in /home/u141868158/domains/ekusherkantha.com/public_html/wp-content/themes/pitwnp/comments.php on line 72
Notice: Only variables should be assigned by reference in /home/u141868158/domains/ekusherkantha.com/public_html/wp-content/themes/pitwnp/functions.php on line 285