বিশেষ সংবাদদাতা:

 

পিরোজপুরের নাজিরপুরে পল্লী বিদ্যুৎতের ছেঁড়া তারে জড়িয়ে প্রাণহারালেন হরিদাসী হালদার (৬০) নামের এক বৃদ্ধা নারী । সোমবার বিকালে ৬ নং নাজিরপুর সদর ইউনিয়নের তারাবুনিয়া গ্রামের রাস্তার পাশে থাকা সুপারি বাগানে পরে থাকা ছেঁড়া বিদ্যুতের তারে জড়ালে এই দুর্ঘটনা ঘটে। নাজিরপুর থানার কর্মকর্তা (ওসি) মাহমুদ আল ফরিদ ভূইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত হরিদাসী হালদার নাজিরপুর উপজেলার ৬ নং নাজিরপুর ইউনিয়নের তারাবুনিয়া গ্রামের সুখরঞ্জন হালদারের স্ত্রী।

মৃত হরিদাসী হালদারের ছেলে রিপন হালদার জানান, বিকাল ৪টার দিকে বাড়ির পাশে খালে গোসল করার জন্য তাদের সুপারি বাগানের ভিতর দিয়ে রাস্তার উঠার সময় সাত- আট দিন আগেই পল্লী বিদ্যুতের তার ছেঁড়া ছিল সেই ছেঁড়া বৈদ্যুতিক তারে তার কানের পাশে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তিনি অভিযোগ করে আরো বলেন, ৭-৮দিন আগেই পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে গিয়েছিল এবং আমরা এ বিষয়টি অভিযোগ নাম্বারে কয়েকবার জানানোর পরেও তারা না আসায় এ দুর্ঘটনা ঘটে।সরজমিনে জানাযায়, উক্ত অভিযোগকেন্দ্রে দায়িত্বে থাকা ইলেক্টিশিয়ান লিটন অবহেলায় কারনে সার্ভিস তার ঠিক করার উদ্যোগ নেননি , তারই অবহেলায় এ ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় কয়েকজন দাবী, সংযোগ বিছিন্ন হলে স্থানীয় তাপসের মাধ্যমে অফিসে জানালেও কোনো সুরাহ পাইনি। হরিদাসীর মৃত্যুর পর তরিগড়ি করে সংযোগ দিয়ে সটকে পড়েন অফিসের লোকজন। স্থানীয়দের অভিযোগ টাকা না দিলে অফিসের লোকজন কাজ করে না।

হরিদাসী হালদারকে বাঁচাতে তার নাতি অনিক হালদার এগিয়ে এলে সে সামান্য আহত হয়। পরে এলাকাবাসী হরিদাসী হালদারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নাজিরপুর থানার কর্মকর্তা (ওসি) মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ওই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।নাম প্রকাশে অনিচ্ছুক নাজিরপুর পল্লী বিদ্যুতের এক কর্মচারী বলেন, এই মৃত্যুর দ্বায়ভার আমাদের অফিসের এটা অস্বীকার করা যায় না। তবে অফিস মৃত্যুর পরিবারের সঙ্গে একটা সমজতা করবে আমার ধারনা।

এদিকে নাজিরপুর পল্লিবিদ্যুৎ সমিতির ডিজিএম কামরুজ্জামান, ঘটনার বিষয়টি অস্বীকার করে বলেন, আমাদের কেউ কোন অভিযোগ দেয়নি আমরা জানি না এ বিষয়ে কিছু। অপরদিকে নাজিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: রাসেল সিকদার বলেন, গতকাল রাতে পল্লী বিদ্যুৎতের লোকজন অর্থের বিনিময় মিমাংসার চেষ্টা করছে । এদিকে নাজিরপুর পল্লী বিদ্যুতের গাফিলতিতে এমন ঘটনা ঘটছে প্রতিনিয়ত অভিযোগ স্থানীয়দের। এদের শাস্তির আওতায় আনা হলে ভবিষৎতে এমনটি হবে না এবং সব সময় তারা সতর্ক থাকবে।