বিশেষ সংবাদদাতা:
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার সদর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে চাচা ভাতিজা সহ ৬ প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার ( ২৭ এপ্রিল ) মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে তারা মনোনয়ন পত্র জমা দেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সদর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমাদানের শেষদিনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসাবে মো. তানভীর হাসান ডালিম, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস, ইসলামি শাসনতন্ত্রের মনোনীত মো. এজাজ খান, স্বতন্ত্র প্রার্থী হিসাবে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জাতীয় পার্টি (এরশাদ) নেতা মোহম্মাদ আলী সিকদার,জাতীয় পার্টির উপজেলা সাধারন সম্পাদক আরিফুর রহমান খান টুবুল , উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহŸায়ক রাসেল সিকদার এ ৬ প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী মোহম্মাদ আলী সিকদার ও রাসেল শিকদার সম্পর্কে আপন চাচা-ভাতিজা। মোহাম্মাদ আলী শিকদার ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অনোয়ার হোসেন শিকদারের ছোট ভাই এবং রাসেল শিকদার তার ছোট ছেলে
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা মো. শাহীন শরীফ জানান, মনোনয়ন দাখিরের শেষ দিন গতকাল বৃহস্পতিবার বিকাল বিকাল ৪টা পর্যন্ত ওই ৬ জনে মনোনয়ন পত্র দাখিল করেন। আগামী ৩০ এপ্রিল তাদের মনোনয়ন পত্র বাছাই, ৮ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ এবং ২৫ মে ভোট গ্রহনের তারিখ ঘোষনা করা হয়েছে। মোট ১৬ হাজার ৮৪৫ জন ভোটারের মধ্যে ৮ হাজার ৪৫৬ জন পুরুষ এবং ৮ হাজার ৩৮৯জন নারী ভোটার ওই ইউনিয়নের ৯ টি ভোটকেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট প্রদান করবেন।
উল্লেখ্য, এর আগে গত ১ নভেম্বর নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালাদারের মৃত্যু হয়। ওই পদে গত ২৭ ফেব্রæয়ারী উপজেলার সদর
Warning: Undefined variable $aria_req in /home/u141868158/domains/ekusherkantha.com/public_html/wp-content/themes/pitwnp/comments.php on line 67
Warning: Undefined variable $aria_req in /home/u141868158/domains/ekusherkantha.com/public_html/wp-content/themes/pitwnp/comments.php on line 72
Notice: Only variables should be assigned by reference in /home/u141868158/domains/ekusherkantha.com/public_html/wp-content/themes/pitwnp/functions.php on line 285