আগুন লাগার পর চট্টগ্রাম বন্দর জেটিতে পণ্যবাহী একটি জাহাজ সাগরে পাঠিয়ে দেওয়া হয়েছে। বুধবার বিকেল সাড়ে পাঁচটায় বন্দরের ছয় নম্বর জেটিতে ‘এমভি ইজুমু’ নামের ওই জাহাজটিতে আগুন লাগে।
বন্দর সূত্র জানায়, স্টিলকয়েল, টায়ারসহ বিভিন্ন পণ্যবাহী জাহাজটি বুধবার জাহাজটি বন্দর জেটিতে ভিড়ানো হয়। জাহাজের একটি খোলে পণ্যের বাঁধন (স্টপার) কেটে খালাসের প্রস্তুতির সময় আগুনের ফুলকি টায়ার পণ্যের ওপর পড়ে। সেখানে উপস্থিত ফায়ার সার্ভিস ও বন্দরের সাহায্যকারী জলযানের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হয়।
বন্দর সচিব ওমর ফারুক প্রথম আলোকে জানান, আগুন নিয়ন্ত্রণে আনার পরও জাহাজটি থেকে ধোঁয়া বের হচ্ছিল। ঝুঁকি বিবেচনা করে জাহাজটি সাগরে পাঠিয়ে দেওয়া হয়েছে। ঠিক হওয়ার পর জাহাজটি আবার জেটিতে ভিড়ানো হবে।
জাহাজটির স্থানীয় প্রতিনিধি রয়েশ স্টিমশিপ কোম্পানির প্রধান নির্বাহী কমর্কতা শাহ আলম প্রথম আলোকে জানান, চীন থেকে বিভিন্ন আমদানিকারকের পণ্য আনা হয়েছে জাহাজটিতে। জাহাজের যে অংশে আগুন লেগেছে সেটি বন্ধ করে দেওয়া হয়েছে।
Warning: Undefined variable $aria_req in /home/u141868158/domains/ekusherkantha.com/public_html/wp-content/themes/pitwnp/comments.php on line 67
Warning: Undefined variable $aria_req in /home/u141868158/domains/ekusherkantha.com/public_html/wp-content/themes/pitwnp/comments.php on line 72
Notice: Only variables should be assigned by reference in /home/u141868158/domains/ekusherkantha.com/public_html/wp-content/themes/pitwnp/functions.php on line 285