জাতির জনক বলেছিলেন কৃষক বাঁচলে দেশ বাঁচব—মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী

বিশেষ প্রতিবেদক:

পিরোজপুর জেলার নাজিরপুরে কৃষকের মাঝে বীজধান ও সার বিতরন অনুষ্ঠানের এর মঙ্গলবার ভার্চয়ালী সংযুক্ত থেকে এর iউদ্বোধন করেন মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। এসময় মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, জননেত্রী শেখ হাসিনার বর্তমান সরকার দেশের উন্নয়নে যে খানে যা প্রয়োজন তা করতে বদ্ধ পরিকর। জাতির জনক বলেছিলেন কৃষক বাঁচলে দেশ বাঁচবে। তার সুযোগ্য কন্যাও সে বিদেশ থেকে কৃষি যন্তপাতি এনেছে কৃষি ফসলের পরির্বতন হবে। দেশে কৃষির বাম্পার ফলন হবে। কৃষকদের জন্য বিভিন্ন প্রকার প্রনেদনা দিয়ে যাচ্ছেন। ধর্মের নামে মানুষকে উস্কে দিয়ে অরাজকতা সৃষ্টি কারীদেরকে সমুচিৎ জবাব দেওয়া হবে। তিনি আরো বলেন সকলকে সজাগ দৃষ্টি রেখে কাজ করার আহবান জানান।

এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমানের সভাপতিত্বে আায়োজিত সভায় বক্তৃতা রাখেন, উপজেলা পরিষদের চেযারম্যান অমুল্য রঞ্জন হালদার, বিশিষ্ট সমাজসেবক আওয়ামীলীগ নেতা শেখ নজরুল ইসলাম বাবুল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা শেখ আদ্বুল লতিব, জেলা পরিষদ সদস্য মো. সুলতান মাহামুদ খান,ইউনিয়ন আ.লীগ সভাপতি শাহ আলম আকন, , উপজেলা কৃষি কর্মকর্তা দ্বীক বিজয় হাজরা প্রমুখ। জনপ্রতি সার ২০কেজি এম ওপি ১০ কেজি, বীজ ৫কেজি। মোট ৮০০ জনের মাঝে বিতরণ করা হয়েছে।