চট্টগ্রাম নগরীর ব্যস্ততম ইপিজেড পতেঙ্গা সড়ক। এই সড়কের পাশে প্রকাশ্যে দিন দুপুরে প্রশাসনের চোখকে ফাকি দিয়ে সী-ম্যান হোষ্টেল সংলগ্ন যমুনা অয়েল কোম্পানী লিঃ এর একটি তেলের ভাউচার চট্ট মেট্রো-ঢ-৪১-০৫৬৫ কে অবৈধভাবে রাস্তায় তেল বিক্রি করতে দেখা যায়। গত ২৯ মার্চ দুপুর ১ টার সময় তোলা ছবি। মোঃ আলাউদ্দিন।
