বিশেষ সংবাদদাতা :

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম (এমপি) তিনি বলেছেন, আমি মাটিভাংগা কলেজের ছাত্র ছিলাম, এই কলেজে অনেকে পড়াশুনা করেছে, সরকারি উচ্চপদস্থে দায়িত্বে চাকরী করছে । এই কলেজে বিভিন্ন উন্নয়ন মূলক কাজ হয়েছে, আমি আশা করি আরও উন্নয়ন হবে। মাটিভাংগার ঐতিহ্যবাহী ফুটবল,নৌকা বাইচ ,লাঠি খেলা আমরা সকলে মিলেমিশে ধরে রাখতে চাই। ক্রীড়া চর্চা সামনের দিকে এগিয়ে নিয়ে আশার উদ্যোক্তা, এ ক্ষেত্রে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক এম সাইফুল ইসলাম সাইফ সহ এলাকার সবাই প্রধান উদ্যোক্তা। মাদক থেকে দুরে রাখতে হলে অনৈতিক কর্মকান্ড থেকে এলাকার যুব সমাজকে সুস্থদেহ সুস্থ মনের গড়ে তুলতে ক্রীড়া চর্চার বিকল্প নাই সেই ক্রীড়া হতে পারে ফুটবল, লাঠি খেলা, হাডুডু, নৌকা বাইচ, ক্রিকেট। শেখ হাসিনা অপ্রতিরুন্ধ ভাবে এগিয়ে যাওয়ায় ক্রীড়াঙ্গনের ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিকল্প নেই ।
শনিবার ১০ টার সময় নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গনে মরহুম আব্দুস সালাম শেখ (মাতুব্বর) স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ও গ্রাম বাংলার ঐহিতবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা ২০২২ আয়োজন করেন মাটিভাংগা যুব সম্প্রদায়। মাটিভাংগা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আঃ ছালামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (পিপিএম) মোল্লা আজাদ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জান ফুলু , উপজেলা পরিষদ চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অঃ দঃ) আল মামুন, থানা অফিসার ইনর্চাজ হুমায়ন কবির, পৃষ্ঠপোষক সহ-সম্পাদক বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগ,কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এম সাইফুল ইসলাম (সাইফ), জেলা উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ফুটবল, হাডুডু, লাঠি, নৌকা বাইচে বিজয়ীদের মাঝে পুরুস্কার প্রধান করা হয়।