পিরোজপুর সংবাদদাতা
মৎস্য ও প্রাণী সম্পাদক মন্ত্রী শ.ম রেজাউল করিম এমপি বলেছেন, বঙ্গবন্ধুর অন্যতম উন্নয়ন দর্শন ছিল সমবায়। তিনি বলেন, গণমানুষের অর্থনৈতিক মুক্তির জন্য জাতির পিতা গণমুখী সমবায় আন্দোলনের ডাক দিয়েছিলেন। উন্নত বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করে চলেছে। আশা করি, সরকারের এ লক্ষ্য পূরণে দেশের সমবায় সংগঠনগুলো অগ্রণী ভূমিকা রাখবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে আমরা সক্ষম হব। তিনি শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন। জেলা প্রশাসন ও সমবায় বিভাগ পিরোজপুর এর আয়োজনে “বঙ্গবন্ধু দর্শন, সমবায়ে উন্নয়ন “এই প্রতিপাদ্য নিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক হুমায়ূন কবির এর সভাপতিত্বে বিষেশ অতিথি বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভীন, উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম জাহান, জেলা সমবায় অফিসার মো. শরিফুল ইসলাম, সফল উদ্যোক্তা আক্তারুজ্জামান ফুলু, চান মিয়া মাঝি, মিনারা মাহাবুব প্রমুখ।