সোহেল, মঠবাড়িয়া প্রতিনিধি :
বহুল আলোচিত কেন্দ্রীয় যুবলীগ নেতার
পিরোজপুর মঠবাড়িয়ার বাড়িতে ডাকাতির ঘটনায় ৩ দুর্ধর্ষ ডাকাতকে ৯ মাস পর
গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার হোতখালী
গ্রামের সিদ্দিক হাওলাদারের ছেলে জুয়েল ওরফে সাগর (৩৫), পাশর্বর্তী
পাথরঘাটা উপজেলার পশ্চিম বাদুরতলা গ্রামের আঃ মান্নান ওরফে মিজানুর
রহমানের ছেলে জাকারিয়া (৩২) ও উপজেলার হোতখালী গ্রামের দুর্ধর্ষ ডাকাত
রিপন (৩৪)।
পিরোজপুর গোয়েন্দা বিভাগ দক্ষিণ (মঠবাড়িয়া) ইন্সেপেক্টর মাহফুজুর রহমান
জানান, আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রথমে চট্টগ্রাম বন্দর
থানা পুলিশের সহযোগিতায় কালসি দিঘীর পার মাহবুব কলোনী থেকে ডাকাত জুয়েল
ওরফে সাগরকে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তি মতে উপজেলার সবুজনগর
শ্বশুর বাড়ি থেকে ডাকাত জাকারিয়াকে গ্রেপ্তার করে রোবাবার বিকেলে থানায়
হস্তান্তর করা হয়েছে। এবং রিপনকে শোন এ্যারেষ্ট দেখানো হয়েছে। তবে
তদন্তের স্বার্থে বাকি আসামীদের নাম বলতে তিনি রাজি হন নি। বাকি আসামীদের
গ্রেফতার চেষ্টা অব্যাহত রয়েছে।
ডিবি কর্মকর্তা আরও জানান, ডাকাত চক্রটি বছরের অধিকাংশ সময় চট্টগ্রাম
অবস্থান করে মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড চালিয়ে আসছিলো।
তাদের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
উল্লেখ্য, গত ২ ডিসেম্বর ‘২২ শুক্রবার গভীর রাতে কেন্দ্রীয় যুবলীগের
প্রেসিডিয়াম সদস্য ও জেলা আ.লীগ সদস্য তাজউদ্দিন আহম্মেদ এর উত্তর
মিঠাখালী গ্রামের বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। ডাকাত দলের
সদস্যও স্বর্ণালংকার, নগদ টাকা ও বিভিন্ন মালামাল সহ ৫ লক্ষাধিক টাকার
মালামাল লুটে নেয়। এ ঘটনায় শনিবার তাজউদ্দিন আহম্মেদ অজ্ঞাত ডাকাতের
বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন।
মঠবাড়িয়া থানার ওসি কামরুজ্জামান তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে
বলেন, ডাকাত জাকারিয়াকে রোববার (৩ সেপ্টেম্বর) বিকেলে মঠবাড়িয়া সিনিয়ার
জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালতে সোপার্দ করা হয়।
Warning: Undefined variable $aria_req in /home/u141868158/domains/ekusherkantha.com/public_html/wp-content/themes/pitwnp/comments.php on line 67
Warning: Undefined variable $aria_req in /home/u141868158/domains/ekusherkantha.com/public_html/wp-content/themes/pitwnp/comments.php on line 72
Notice: Only variables should be assigned by reference in /home/u141868158/domains/ekusherkantha.com/public_html/wp-content/themes/pitwnp/functions.php on line 285